রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইরাদ সিদ্দিকী দুইদিনের রিমান্ডে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ইরাদ সিদ্দিকীকে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর ইরাদ আহমেদ সিদ্দিকী ফেসবুকে নিজের টাইমলাইনে একটি স্ট্যাটাসে লেখেন, ‘শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতা ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’ তাঁর এ স্ট্যাটাসটি একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।

পরে বিষয়টি নিয়ে ধামরাই থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র গোলাম ফকির। সে মামলায় ইরাদকে গ্রেপ্তার দেখিয়ে দুইদিনের রিমান্ডে নিলে পুলিশ। এর আগে কোতোয়ালি থানার আরেকটি মামলায় রিমান্ডে ছিলেন ইরাদ সিদ্দিকী।

গত ২৩ ফেব্রুয়ারি ইরাদ সিদ্দিকীকে (৪৫) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা মো. আলিমুজ্জামান জানিয়েছেন, ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া, বঙ্গবন্ধু ও বর্তমান সরকারকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ ও অশ্লীল মন্তব্য করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪০ জনকে সম্মাননা

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ

এনসিপিকে লোকের ভয় দেখাবেন না: নাহিদ ইসলাম

চায়ের ‘রাজধানীতে’ ভেজাল চা

পিন্টু-লাকিকে আজীবনের জন্য বহিষ্কার করেছে যুবদল, আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান

১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা আসিফ মাহমুদের

তারেক রহমানের উদ্দেশে যা বললেন সারজিস আলম

উড়োজাহাজে বোমা থাকার খবরটি ভুয়া, বললেন বিমানের জিএম

সোহাগ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান মির্জা ফখরুল

মিটফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

এই হত্যার ঘটনা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত সেক্রেটারি

স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা