শেষ বিকেলে টাইগার শিবিরে ছন্দপতন
স্পোর্টস ডেস্ক :বাংলাদেশের শততম টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৩৮ রানের জবাবে শুরুটা ভালোই করেছিলো টাইগাররা। তবে শেষ বিকেলে কিছুটা ছন্দপতন ঘটেছে টাইগার শিবিরে। দিন শেষে টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ২১৪ রান।
দিন শেষে উইকেটে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করবেন সাকিব আল হাসান আর দলপতি মুশফিকুর রহিম। সাকিব ১৮ আর মুশফিক ২ রানে অপরাজিত রয়েছেন। তামিম ইকবাল অর্ধশত থেকে মাত্র ১ রান দূরে থেকে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। ভেঙে যায় ওপেনিং জুটি। তামিম ৯১ বলে ৬টি চারের সাহায্যে ৪৯ রান করেন।
দলীয় ১৩০ রানের মাথায় স্পিনার লক্ষণ সান্দাকানের বলে বোল্ড হয়ে মাঠের বাইরে চলে আসতে হয় সৌম্য সরকারকে। বিদায়ে আগে সৌম্য ৬টি চারের সাহায্যে ৬১ রান করেন। সৌম্যকে বিদায় করেন স্পিনার লক্ষণ সান্দাকান।
তামিম ইকবাল আর সৌম্য সরকারের ওপেনিং জুটি এনে দেয় ৯৫ রান। আর বিদায় জুটি ইমরুল কায়েস ও সাব্বির রহমান এনে দেয় ৬২ রান।
তবে শেষ বিকেলে সাড়ে তিন ওভার বাকি থাকতে ইমরুল ৩৪ রানে সান্দাকানের বলে এবং মাঠে নেমেই পরের বলে তাইজুল ইসলামকে মাঠ ছাড়তে বাধ্য করেন ইমরুলকে বিদায় করা সান্দাকান।
প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে মাঠে নামে চান্দিমাল-হেরাথ জুটি। তাদের ৫ রানের জুটি ভেঙে দ্বিতীয় দিনের প্রথম ব্রেকথ্রু এনে দেন সাকিব আল হাসান। লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথকে ২৫ রানে মাঠের বাইরে চলে যেতে হয় সাকিবের বলে আউট হয়ে। নবম উইকেটে লাকমলকে নিয়ে আরও ৫৫ রান যোগ করেন চান্দিমাল। লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ২৩৮। ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন দিনেশ চান্দিমাল ও অধিনায়ক রঙ্গনা হেরাথ (১৮ অপ.)। একাই দলকে টেনে তোলেন ৮৬ রানে অপরাজিত থাকা চান্দিমাল।