মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা সোয়া কোটি ভুয়া ভোটার বানিয়েছিলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, সামরিক শাসক জিয়াউর রহমান নির্বাচনের বদলে হ্যাঁ না ভোট দিয়েছিলেন। আরেক সামরিক শাসক এরশাদ মিডিয়া ক্যু করেছিলেন এবং খালেদা জিয়া সোয়া কোটি ভুয়া ভোটার বানিয়েছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বুধবার মাগুরা নোমানী ময়দানে খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ওই সব শাসকদের অধীনে নির্বাচন নিরাপদ ছিল না। অথচ শেখ হাসিনার সরকার আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এ শ্লোগান দৃঢভাবে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেখ হাসিনার সরকারের অধীনে সব নির্বাচন স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এজন্যে বিএনপি বিভিন্ন সিটি করপরেশনে জয় লাভ করতে সক্ষম হয়েছিল। ভবিষতেও শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয় উল্লেখ করে ওমর ফারুক চৌধুরী বলেন, বাংলাদেশ এখন খাদ্য রপ্তানি করছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের সুযোগ সুবিধায় এখন বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে পৌঁছেছে।

যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিশাল অর্জন সম্ভব হয়েছে বলেই তিনি আজ বিশ্ব নন্দিত নেতা। তার যোগ্য নেতৃত্বের কারণে বিশ্বের কাছে আজ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে।

২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাগুরার স্টেডিয়ামের মহাসমাবেশ সফল করার জন্য যুবলীগ নেতা ও কর্মী-সমর্থকদের দিক নির্দেশনা প্রদান করেন সংগঠনটির চেয়ারম্যান।

যুবলীগ খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদের সভাপতিত্বে ও মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক মো. ফজলুর রহমানের পরিচালনায় প্রতিনিধি সভা যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অব. এটিএম আব্দুল ওহহাব, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সৈয়দ সামসুল আবেদিন, মো. ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, জাকির হোসেন খাঁন, যুগ্ম সম্পাদক সুব্রত পাল, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুর ইসলাম মিজু, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট কায়সার আহম্মেদ, জহির উদ্দিন খসরু, সোহেল পারভেজ, জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য রওশন জামির রানা, এনআই আহম্মেদ সৈকত, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার, আশরাফুল ইসলাম দুলাল, ঢাকা মহানগর যুবলীগ উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি সোহারাব হোসেন স্বপন, মাগুরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ আহাদ, অ্যাডভোকেট আশরাফ খান, সাকিবুল হাসান তুহিন, যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক আশরাফুল আলম পপলু, ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ, কুষ্টিয়া জেলা যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর