সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতার ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন প্রাক্তন এই অজি তারকা

news-image

স্পোর্টস ডেস্ক :ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে গেছেন স্টিভ ওয়ার বিখ্যাত দলের অন্যতম বাঁহাতি ব্যাটসম্যান। আপাতত ভারতে আছেন, অস্ট্রেলিয়া রেডিওতে ধারাভাষ্য দেওয়ার কাজে। এই কাজের ফাঁকে সাইমন কথা বললেন কলকাতা নাইট রাইডার্স দল সম্পর্কে।

সাইমন কাটিচ নিলামের সময় বেঙ্গালুরুতে ছিলাম। তিনি বলেছেন, ‘ওখানেই অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। ওই সময় তো আমাদের আলোচনায় দল গঠনটাই ছিল মুখ্য বিষয়।

সাইমন আরও বলেন, ‘শুনলাম, ইডেনের উইকেটে নাকি এবার জোরে বোলাররা ভাল সাহায্য পাচ্ছে। অথচ, মহেন্দ্র সিং ধোনি তো ইডেনের পিচের সমালোচনা করল, বল বেশি ঘোরায়। ফলে, আমি চাইব, প্রতিযোগিতা শুরুর আগে, ইডেনের পিচের আশপাশে লম্বা প্র‌্যাকটিস সেশনের আয়োজন করতে।

নিষিদ্ধ আন্দ্রে রাসেলের প্রসঙ্গে সাইমন বলেন, ‘আন্দ্রে রাসেলের অভাব সবচেয়ে বেশি অনুভব করব। শুধু জোরে বোলিং তো নয়, টি–‌২০ ক্রিকেটে ডেথ ওভারের বোলিংয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা দরকার। যা এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের ছিল। ভাল ব্যাট করত, ফিল্ডিং করত। সাসপেন্ড না হলে, আন্দ্রে রাসেলের জন্যই আমাদের শক্তি অনেকটাই বেড়ে যেত।’

সাইমন আরও বলেন, ‘আমি খুব আশাবাদী এবার কুলদীপ যাদবকে নিয়ে। বাঁহাতি এই বোলার এখন ভারতীয় শিবিরে রয়েছে। খুব প্রতিভাবান। আজ অথবা কাল কুলদীপ অনেক বড় জায়গায় যাবে।’

নিজের দল কলকাতা প্রসঙ্গে কাটিচ বলেন, ‘আমাদের দলে এখনও একজন ক্রিকেটার নেওয়ার জায়গা আছে। প্রবীণ ব্র‌্যাড হগকে নেওয়া যায় কিনা, এটা নিয়ে আলোচনা করছি আমরা সবাই। সব ম্যাচ হয়ত ও খেলবে না। কিন্তু যে কটা ম্যাচ খেলবে, তাতে যে ও ছাপ রাখবে, তাতে কোনও সন্দেহ নেই। আমি তো চাইব, শিবিরে যদি ব্র‌্যাড হগ থাকে, তাহলে কুলদীপ নিজেকে আরও দ্রুত পরিমার্জিত করতে পারবে ওর পরামর্শ নিয়ে। এমনিতে আমাদের দল বেশ গোছানো। জোরে বোলিংয়ের শক্তি বাড়ানোর জন্য ট্রেন্ট বোল্ট, নাথান কুল্টার নাইল, রভম্যান পাওয়েল থাকছে। ক্রিস ওকসের মতো অলরাউন্ডার পেয়ে গেছি। সব মিলিয়ে লড়াই করার মতো দল। যদি ভাল উইকেট পাওয়া যায় ইডেনে, তাহলে কলকাতা নাইট রাইডার্স এবার কিন্তু ভাল খেলবে।’

কলকাতার নতুন কোচের দায়িত্ব পেয়ে খুশি প্রাক্তন অজি এই ব্যাটসম্যান। সাইমন বললেন, ‘কোচিং আমি সবে শুরু করলাম। দলের চিফ কোচ জাক কালিসের কাছ থেকে শেখার একটা বড় সুযোগ পাব আমি। নাইট রাইডার্স আসলে চেয়েছিল আমাদের দেশের জাস্টিন ল্যাঙ্গারকে কোচ করতে। খুবই ব্যস্ত জাস্টিন। ওর পরামর্শেই নাইট রাইডার্স আমাকে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে। নতুন চ্যালেঞ্জ। চেষ্টা করব শিবিরের সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে।’

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক দুই ভূয়া সাংবাদিক, মামলা

নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জনগণকে ভালোবেসে রাজনীতি করার আহ্বান জানালেন কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জি : শ্যামল

বাঞ্ছারামপুরে শিক্ষকের ব্যতিক্রমী  রাজকীয় বিদায় সংবর্ধনা 

ভার্জিনিয়ার ফোবানা থেকে সংগৃহীত অর্থ যাবে বানভাসিদের কাছে

নিউ ইয়র্কে নারায়ণগঞ্জ জেলা সমিতির জমকালো অভিষেক

একদিনে আরও ৪৬৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

অনিশ্চয়তার মুখে তসলিমা নাসরিনের ভারতে অবস্থান

হাসিনাসহ ৩৪ জনের নামে মামলা, তদন্তে পিবিআই

৫৬ সদস্যের নাগরিক কমিটির আত্মপ্রকাশ

আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় : পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তান ও মিসরীয় পেঁয়াজে ঝুঁকছেন ক্রেতারা