শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ৩ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহে শহরের নতুন হাটখোলা মাছ বাজার থেকে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। বুধবার দুপুর ৩টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নানুয়া গ্রামের নমাজি মণ্ডলের ছেলে সাব্দুল হোসেন (৩০) ও একই গ্রামের রুহুল আমীনের ছেলে আখিরুল ইসলাম (২৬)।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, শহরের নতুন হাটখোলা মাছ বাজারে মাদক ব্যবসায়ীরা মাদক নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় গায়ের সাথে অভিনব কায়দায় পেচানো অবস্থায় ৩ কেজি গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হবে বলে জানায় র‌্যাব।

এ জাতীয় আরও খবর