নায়ক স্বামী নায়িকা শ্রাবন্তী
বিনোদন ডেস্ক : ছবির প্রধান চরিত্র অরুণিমা ও অরুণোদয়। এই দুটি চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী ও কৃষ্ণ। অরুণোদয় একটি সোনার কম্পানি মালিক। সেই কম্পানির প্রোডাক্ট মডেল অরুণিমা। পিকুর সঙ্গে তার সম্পর্ক আছে। পিকু পেশায় একজন কনটেন্ট রাইটার। সম্পর্কে থাকাকালীন অরুণোদয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে অরুণিমা। পিকু-অরুণিমা-অরুণোদয়ের প্রেমকাহিনি নিয়েই এগিয়েছে ছবির গল্প। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি।
শ্রাবন্তী জানিয়েছেন, রিয়েল লাইফের হিরো এবার তাঁর রিল লাইফেও। অভিনয় মানুষের জন্মগত প্রতিভা। কৃষ্ণের সেটি আছে। আর তিনি তা প্রমাণও করবেন বলে আশা শ্রাবন্তীর। কৃষ্ণকে তিনি ছবির জন্য কোনও টিপস দিচ্ছেন না। উলটে তাঁর থেকেই টিপস নিচ্ছেন।
কৃষ্ণ বলেছেন, “আমি মডেলিং দুনিয়ার মানুষ। আমি জানি কীভাবে ক্যামেরা ফেস করতে হয়। আমি আমার ৫০০ শতাংশ দেব। স্ত্রীকে কখনও আশাহত করব না। কারণ ওই প্রথম, যে আমার অভিনয়ের উপর আস্থা রেখেছে।”