শুরুতেই শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যানকে সাঁজঘরে পাঠালেন মুস্তাফিজ-মেহেদী
স্পোর্টস ডেস্ক : ২০০০ সালে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন নাঈমুর রহমান। ১৬ বছর ৪ মাস ৬ দিন পর শততম টেস্টে টস হেরে বল পেলেন মুশফিকুর রহিম। ঠিক আগের টেস্টটি হারতে হয়েছে টাইগারদের। তাই শততম টেস্টটি স্মরণীয় করে রাখতে বদ্ধ পরিকর মুশফিক বাহিনী।
টেস্টের নবীনতম সদস্য দলটি দ্রততম সময়ে খেলছে শততম টেস্ট। এই রেকর্ডের সঙ্গে জয় শব্দটিও যোগ চায় বাংলাদেশ। আজ দলে চার পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ।
আর শততম টেস্টে খেলতে নেমে টসে হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ। বোলিংয়ে আগুন ঝড়াচ্ছেন মুস্তাফিজ-মেহেদীরা। ২৪ রানে ফিরিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যানকে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১২ ওভারে ২৪ রান।
এদিকে নেটে চোট পাওয়া লিটন দাস ছিটকে গিয়েছিলেন আগের দিনই। মাহমুদউল্লাহর বাইরে থাকার ঘোষণাও এসেছিল আগে। তবে এই দুটির সঙ্গে পরিবর্তন আরও দুটি। রাখা হয়নি মুমিনুল হক ও শুভাশীষ রায়কেও। দলে ফিরেছেন ইমরুল কায়েস, সাব্বির রহমান, তাইজুল ইসলাম। অভিষেক হচ্ছে মোসাদ্দেক হোসেনের।
শ্রীলঙ্কা দলে পরিবর্তন একটি। পেসার লাহিরু কুমারার জায়গায় আরও একজন ব্যাটসম্যান বাড়িয়েছে তারা। দলে ফিরেছেন ধনঞ্জয়া ডি সিলভা। মানে লঙ্কানরা খেলছে এক পেসার নিয়ে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।