গ্লাভস হাতে মুশফিকই, ছিটকে গেলেন লিটন
স্পোর্টস ডেস্ক : একেই বলে নিয়তি। এই সিরিজে অধিনায়ক মুশফিকের হাতে গ্লাভস না দেয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
প্রথম টেস্টে মুশফিকের কাজটি করেন লিটন কুমার দাস। কিন্তু ঐতিহাসিক শততম টেস্টে আগামীকাল বুধবার মুশফিককেই সেই উইকেটের পেছনে দাঁড়াতে হচ্ছে।
শেষ মুহূর্তে এসে মঙ্গলবার রাতে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন লিটন কুমার দাস।
অবশ্য দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুশফিক কিপিং চালিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কিন্তু শ্রীলংকা আসার পর টিম ম্যানেজমেন্টের চাপেই হোক, কিংবা তাদের পরামর্শেই হোক- কিপিং ছাড়ার ঘোষণা দেন তিনি।
শেষ পর্যন্ত শততম টেস্টের আগের রাতে নাটকীয়ভাবে আবার কিপিংয়ের দায়িত্ব তার কাঁধেই আসল।
পাঁজরের চোটে লিটন দল থেকে ছিটকে পড়ায় পি সারা স্টেডিয়ামে বুধবার থেকে শুরু টেস্টে অধিনায়ক মুশফিককেই পরতে হবে উইকেট কিপিংয়ের গ্লাভস।
মঙ্গলবার সন্ধ্যায় ম্যানেজার খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের জানান, সোমবার নেটে লিটনের পাঁজরে বল লেগেছিল। প্রথমে আঘাতটা গুরুতর মনে না হলেও ব্যথা না কমায় এমআরআই করা হয়। সেখানেই সমস্যা ধরা পড়ে।
তিনি আরও জানান, চিকিৎসকরা লিটনকে তিন সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই লিটনের পক্ষে শততম টেস্ট খেলা সম্ভব হবে না।
ঢাকা থেকে উড়ে গিয়ে দলে যোগ দিয়েছেন ওপেনার ইমরুল কায়েস। তারও উইকেটের পেছনে দাঁড়ানোর অভ্যাস রয়েছে। নিউজিল্যান্ড সিরিজে মুশফিক ইনজুরিতে পড়লে সে দায়িত্ব তিনি ভালোভাবেই সামাল দেন ইমরুল।
তাহলে কি উইকেটের পেছনে ইমরুল দাঁড়াচ্ছেন- এমন পশ্নে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমাদের সামনে আসলে মুশফিকের কোনো বিকল্প নেই। তাই তাকেই কিপিং করতে হবে।’
মাহমুদউল্লাহ রিয়াদকে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে আগেই। এখন লিটনও চোটে পড়ায় এই টেস্টের একাদশ নিয়ে কিছুটা জটিলতা তৈরি হল।