কোকোর শ্বশুরকে দেখতে হাসপাতালে খালেদা জিয়া
নিউজ ডেস্ক : কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন প্রয়াত আরাফাত রহমান কোকোর শ্বশুর প্রকৌশলী এমএইচ হাসান রাজাকে দেখতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে আসেন তিনি।
সেখানে খালেদা জিয়া চিকিৎসকদের কাছ থেকে হাসান রাজার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং কোকোর শাশুড়ি মুখলেমা রাজাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
গতকাল সোমবার কোকোর শ্বশুরকে হাপাতালে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার সঙ্গে তার বড় বোন সেলিনা হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শামা ওবায়েদ, ফাওয়াজ হোসেন শুভ, সুলতানা আহমেদ, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যা ৭টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রয়াত কোকোর শ্বশুরকে দেখতে হাসপাতালে যান এবং কিছু সময় তার শয্যার পাশে অবস্থান করেন।