মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিচ্ছেদ ঠেকাতেও অ্যাঞ্জেলিনা জোলির ট্যাটু

news-image

বিনোদন ডেস্ক : বিচ্ছেদ ঠেকাতে নানা রকম চেষ্টা করেছিলেন হলিউডের সাবেক জুটি অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিট। ছাড়াছাড়ি হওয়ার কিছু দিন আগেও তারা নিজেদের শরীরে ‘ম্যাচিং ট্যাটু’ করিয়েছিলেন। যাতে স্বামী-স্ত্রী হিসেবে তাদের বন্ধন অটুট থাকে। শেষ পর্যন্ত তা আর হয়নি।

বিচ্ছেদের কয়েকদিন আগে নেটফ্লিক্স মুভি ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’ ছবিতে অভিনয়ের জন্য কম্বোডিয়ায় গিয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। সঙ্গে গিয়েছিলেন তার স্বামী ব্র্যাড পিট। সেখানেই ব্যাংকক থেকে আসা ট্যাটু আর্টিস্টের সঙ্গে দুই জনে দেখা করতে গিয়েছিলেন। উদ্দেশ্য শ্যুটিংয়ের ফাঁকে সিম্বলিক ম্যাচিং ট্যাটু করানো।

জোলির পিঠে প্রাক্তন সাধু এবং ট্যাটু আর্টিস্ট নু্য কানপাই তিনটি জটিল ট্যাটু এঁকে দেন সেদিন, যার নাম ‘স্যাঙ্ক ইয়ান্ত’। এই ট্যাটুর স্টাইলের মধ্যে ছিল বন্য প্রাণীর চেহারা, সঙ্গে স্ক্রিপ্টের লাইন এবং জ্যামিতিক প্যাটার্ন। একই সঙ্গে ব্র্যাড পিট তার পেটের বাঁ দিকে করান এমন ট্যাটু যা বৌদ্ধিক ভাবনায় জারিত। ব্র্যাড পিটের শরীরের ট্যাটু সিম্বলিক্যালি অ্যাঞ্জেলিনা জোলির ট্যাটুর সঙ্গে মিলিয়ে স্বামী-স্ত্রীর বন্ধন দৃঢ় করার উদ্দেশ্যেই করা।

এ জাতীয় আরও খবর