কোহলির সঙ্গে তুলনা চান না বাবর
স্পোর্টস ডেস্ক :ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাবর আজমের তিন ম্যাচের রানের পরিসংখ্যান। একদিনের আন্তর্জাতিক ম্যাচে অষ্টম খেলোয়াড় হিসেবে টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি করলেন তিনি। আবুধাবিতে তিনটি ওয়ানডেতে তার মোট ৩৬০ রান, যা তিন ম্যাচ সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড।
বাবরের হ্যাটট্রিক সেঞ্চুরির সুবাদে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। এরপরই আলোচনায় আসেন বাবর। পাকিস্তানের কোচ মিকি আর্থার যেমন বাবর আজমেই বিরাট কোহলির ছায়া দেখতে পান। বাবরকে পাকিস্তানের ‘তরুণ বিরাট কোহলি’ হিসেবে আখ্যা দিয়েছিলেন এই কোচ।
বাবর আজমের প্রশংসায় মিকি আর্থার বলেছিলেন, ‘পাকিস্তানের তরুণ প্রতিভা বাবর। অসাধারণ খেলোয়াড় সে। আমি বলতে চাই, সে রিবাট কোহলির মতোই এগিয়ে যাচ্ছে। এটা হয়তো বেশিই প্রশংসা হয়ে যাচ্ছে। তবে সে এটার (প্রশংসা) যোগ্য।’
চলতি মাসের শুরুতে মিকি আর্থারের সুর ধরে উমর আকমল বলেন, ‘কোহলির সঙ্গে বাবরের তুলনা করেন; তৃতীয় ব্যক্তি কেন? বাবর দুর্দান্ত ফর্মে আছে। সুতরাং কোহলির সঙ্গে তাকে তুলনা করাই মানায়, আমাকে নয়।’
তবে এখনই কোহলির সঙ্গে নিজের তুলনা চান না বাবর। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানি ব্যাটসম্যান বলেন, ‘আমি এবং কোহলি আলাদা। আমার লক্ষ্য পাকিস্তানকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া। সেভাবেই এগিয়ে যেতে চাই।’