মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গোর্কণ একাদশকে হারিয়ে নাসিরনগর বিজয়ী

news-image

নাসিরনগর প্রতিনিধি : নাসিরনগর উপজেলা সদর বন্ধুমহলের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নক আউট ক্রিকেট টুনার্মেন্ট ২০১৭ – এর উদ্বোধন করা হয়েছে। নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুনার্মেন্ট ২০১৭ – এর উদ্বোধন করেন।এসময় ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান,প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া,ক্রীড়ামোদী আবদুল জলিল কাঞ্চন,অনাথ দাস,মনির হোসেন,মঈন চৌধুরী,কবির আহমেদ,অসিউদ্দিন খোকন,প্রদীপ টিটুন,রাকিব চৌধুরী,আরিফ,জুবায়ের,সুবাস ও কোকিল প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় গোর্কণ একাদশ বনাম নাসিরনগর (এ) একাদশ মধ্যে অনুষ্ঠিত হয়। এতে গোর্কণ একাদশকে ১০ রানে নাসিরনগর একাদশ পরাজিত করে।
উল্লেখ্য, নক আউট ক্রিকেট টুনার্মেন্ট ২০১৭ এ উপজেলার মোট ১৬ টি দল অংশ করবে।

 

এ জাতীয় আরও খবর