হাইতির গোনাইভাসে বাস দুর্ঘটনা নিহত ৩৪
হাইতির উত্তরাঞ্চালীয় শহর গোনাইভেসে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে অন্তত ৩৪ জন নিহত হয়েছে।
বাসটি ক্যাপ হাইতিয়ান থেকে রাজধানী পোর্ট-অ-প্রিন্স যাচ্ছিল বলে দেশটির বেসামরিক কর্মকর্তারা রোববার এ তথ্য জানিয়েছেন।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গাড়িটি প্রথমে দুজন পথচারীকে ধাক্কা দেয়। এতে একজন মারা যায়। এরপর চালক ঘটনাস্থল থেকে পালাতে চেষ্টা করে।
বেপরোয়া চালকটি রাস্তার ওপর ব্যান্ড মিউজিশিয়ানদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এতে বেশ কয়েকজন প্রাণ হারায়।
এদিতে জিও নিউজের খবরে বলা হয়, হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে দেড় শ’ কিলোমিটার দূরে গোনাইভেস শহরটি অবস্থিত। প্রায় ৩ লাখ মানুষের বাস এই নগরীতে। ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের হাসপাতালের জরুরী বিভাগে পাঠানো হয়েছে।
চালকটি পালিয়ে যেতে চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দিতে চেষ্টা করে। আহতরা নিকটস্থ একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কি কারণে চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আরব নিউজ ও জিও নিউজ অবলম্বনে