গত এক সপ্তাহে নির্যাতনের শিকার ১২ নারী
অপরাধ ডেস্ক : নারী নির্যাতন বাড়ছে, রাজধানীর ইস্কাটনস্থ নারী নির্যাতন প্রতিরোধ সেলে নির্যাতনের বিরুদ্ধে প্রতিদিনই জমা হচ্ছে অসংখ্য অভিযোগ। বিপরীতে সমাধান খুবই কম। মহিলা অধিদফতরের অন্তর্ভুক্ত এই সেলে অসহায় নারীরা বিনা টাকায় বিচার পাওয়ার আশায় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন। টেবিলে অভিযোগের পর অভিযোগ জমা হয়। বেশির ভাগই রয়ে যায় ফাইলবন্দি। বিচার না পেয়ে অনেকেই ফিরে যান হতাশা নিয়ে। রাজধানীর ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদফতরের নিচতলায় নারী নির্যাতন প্রতিরোধ সেলে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বিচারপ্রার্থী নির্যাতিত ৪০ থেকে ৫০ জন নারী আসেন। মাসে গড়ে দেড় হাজার নারী আসেন বিচারের আশায়। পরিসংখ্যান মতে প্রতিদিনই নির্যাতিত নারীদের অভিযোগ বাড়ছে। এসব নারীর বেশির ভাগই যৌতুকের কারণে স্বামী-শাশুড়ি দ্বারা নির্যাতনের শিকার। নারী নির্যাতনের ঘটনায় মামলা পরিচালনার ক্ষেত্রে নারীদের আইনের আশ্রয় নিতে কী কী সমস্যা আছে, তা সমাধান করতে ১০ সদস্যের কমিটির তালিকা হাইকোর্টে দাখিল করা হয়েছে। গত সপ্তাহে নারী নির্যাতনের শিকার হয়েছেন ১২ জন নারী।
১ জুন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বড়িয়ার হাট নয়া পাড়া গ্রামের পিয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। আত্মীয় স্বজন মিলে পিয়ারাকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করে মাথার চুল কেটে দেয়। থানায় মামলা হয়েছে।
১ জুন ২০১৫ ঝিনাইদহের মহেশপুরের নাটিমা কুরিপোল গ্রামে চুরির অপবাদ দিয়ে হালিমা খাতুন নামের এক নারীকে বাঁশে বেঁধে পিটিয়েছে এলাকার মাতব্বররা। নির্যাতনের এক পর্যায়ে হালিমার মাথার কিছু চুলও কেটে দেয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।
২ জুন ২০১৫ গাজীপুরের শ্রীপুর উজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে স্বামীর যৌতুকের দাবি মেটাতে না পেরে নির্যাতনের শিকার গৃহবধূ রুখসানা আক্তার। নির্যতনের এক পর্যারে মারা যায় সে।
০৫ জুন কক্সবাজারের টেকনাফ উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় এক নারীকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্মম নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। ৩ জুন রাতে বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে হোসেন আলীর স্ত্রী জাহেদা বেগমের ওপর নির্যাতন চালায় আত্মীয়স্বজন।
০৫ জুন আশুলিয়ার বাইপাইল এলাকায় প্রতিবন্ধী নারীকে পাশবিক নির্যাতনের অভিযোগে মিলন চন্দ্র দাস (৩০) নামে এক যুবককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। রাতে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের সেলুন দোকানি মিলন চন্দ্র দাস প্রতিবন্ধী নারীকে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে পাশবিক নির্যাতন করে।
৬ জুন ২০১৫ সাতক্ষীরা তালায় মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার নগরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাথী ব্যানার্জী (২৮) নগরঘাটা গ্রামের তুষার ব্যানার্জীর স্ত্রী।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌতুকের জন্য খুন হলেন এক গৃহবধূ। উপজেলার কান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামের পাগল রতেœর ছেলে পরীক্ষিত রতেœর সাথে আট বছর আগে বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা গ্রামের রুপচাঁদ ম-লের মেয়ে দীপিকা ম-লের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় পরীক্ষিত রতœ যৌতুকের জন্য দীপিকাকে মারধর করত। ঘটনার দিন পরীক্ষিত যৌতুকের জন্য দীপিকাকে মারধর করলে তার মৃত্যু হয়।
রাজধানীর ডেমরায় কুলসুম আকতার (১৯ ) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী বাবর আলীকে আটক করেছে পুলিশ। ডেমরার চারুলিয়া ব্যাংক কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে।
রাজবাড়িতে গৃহবধূকে নিজিয়াকে ধর্ষণের পার হত্যা করেছে দুবৃত্তরা। সদর উপজেলার আলীপুর ইউনিয়নের গ্রামে এ ঘটনা ঘটে। ঝালকাঠির সদর উজেলার বিন্নাপাড়া গ্রামে স্বামীর নির্য়াতনে গৃহবধূ লিপি বেগম নিহত হয়েছেন। স্বামীকে আটক করেছে পুলিশ।৭ জুন দুমকিতে যৌতুকের দাবিতে নুরুন্নাহার (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের মা ফাতেমা বেগম বাদি হয়ে নুরুন্নাহারের ঘাতক স্বামী আলমগীর মৃধাসহ পাঁচজনকে আসামি করে দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা করেছেন।৮ জুন ফতুল্লায় ছোট বোনের সামনে বড় বোনকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। উপজেলার ফতুল্লার পাগলার রসুলপুরে এ ঘটনা ঘটে।৮ জুন রাজধানীর ভাটারা থানার নতুনবাজার এলাকায় প্রেমের ফাঁদে ফেলে ও বিয়ের প্রলাভন দেখিয়ে দিনভর বাসায় আটকে রেখে স্কুলপড়ুয়া এক কিশোরীকে ধর্ষণ করা হয়। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।











