বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

news-image

অপরাধ ডেস্ককুমিল্লা  দাউদকান্দি উপজেলায়  অজ্ঞাত এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে গৌরীপুর ফাঁড়ি পুলিশ।

শুক্রবার সকালে ঢাকা-গৌরীপুর-কচুয়া সড়কে দাউদকান্দি উপজেলার দোঘর এলাকায় রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা প্রেরণ করে। গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মো: আসাদুজ্জামান আসাদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। লাশটি অজ্ঞাত হওয়ায় আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।