ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি, গ্রেফতার ২
অপরাধ ডেস্ক : প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি ফেইসবুকে শেয়ার করায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নোয়াখালী সদর উপজেলার ইসলামগঞ্জের রামকৃষ্ণপুর গ্রামের নাসির উদ্দিন ও তার স্ত্রী সীমা আক্তারের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি পোস্ট ও শেয়ার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম থানা পুলিশ রাতে তাদের গ্রেফতার করে। এসময় অভিযুক্ত দুজনের মোবাইল জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে নাসির উদ্দিন ও তার স্ত্রী সীমা আক্তারকে আদালতে পাঠানো হয়।
সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন সত্যতা স্বীকার করে জানান, দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।