ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতাটি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা। তিনি ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের এই ধরণের সৃজনশীল আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের প্রসারতা বৃদ্ধির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ছাত্র সমাজকে তাদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে উন্নত ও মননশীল সমাজ গঠনে মুখ্য ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তিনি এই ধরণের সকল উদ্যোগে সকল প্রকার সহায়তা প্রদানেরও আশ্বাস দেন। এই সময় অন্যান্যদের মধ্যে সেখানে আরোও উপস্থিত ছিলেন অত্র কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো: শাহ আলম, জেলা মানবাধিকার সংস্থার সভাপতি জনাব ফরহাদ সিদ্দীকি, অত্র কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আবদুল ওয়াহেদ, সহকারী অধ্যাপক হামজা মাহমুদ ও রসায়ন বিভাগের প্রভাষক জনাব আবদুল খালেক। অনুষ্ঠানের শুরুতে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব এস.আর.এম ওসমান গণি সজীব তাঁর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এই ধরণের প্রতিযোগিতার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবছরও সাধারণ জ্ঞান পরীক্ষার বিষয়বস্তু ছিল বাংলাদেশ বিষয়াবলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বাংলা শুদ্ধ বানান। সংগঠনের সদস্যদের তত্ত্বাবধানে উক্ত প্রতিযোগিতায় নবম শ্রেণি থেকে ¯œাতকোত্তর পর্যন্ত প্রায় আট শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে।