ফেসবুক গেম খেলছেন ৩৭.৫ কোটি মানুষ!
আমাদের ব্রাহ্মণবাড়িয়া এপ্রিল ১৬, ২০১৪
ক্যান্ডি ক্রাশ সাগা কিংবা ক্রিমিনাল কেসের মতো গেমগুলো খেলা কিছুতেই বন্ধ করতে পারছেন না? চিন্তার কোনো কারণ নেই শুধু আপনি একা নন; আপনার মতো অসংখ্য মানুষ এই গেমগুলো খেলছেন। গত মার্চ মাসে অনুষ্ঠিত ফেসবুকের গেমস ডেভেলপার সম্মেলনে গেম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। প্রায় ১৩০ কোটি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের এই সাইটে প্রতি মাসে অন্তত একটি করে ফেসবুক গেম খেলেন এমন মানুষের সংখ্যা কম নয়। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকে প্রতি মাসের হিসাব ধরলে দেখা যাবে সক্রিয় গেম খেলোয়াড়ের সংখ্যা সাড়ে ৩৭ কোটি।
বন্ধুরা ফেসবুকে গেম খেলছে আর সেই আপনার ফেসবুকে গেম খেলার আমন্ত্রণ বা রেফারেল আসছে? আপনার বিরক্ত হওয়া স্বাভাবিক। প্রতিদিন সাড়ে ৭৩ কোটি গেম রেফারেল পৌঁছে যাচ্ছে গেমারের বন্ধুদের কাছে। ফেসবুক জানিয়েছে, তাঁরা ২০১৩ সালের নভেম্বর মাসে একটি জরিপ করে এ তথ্য পেয়েছে আর এ তথ্যটি যে গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে যথেষ্ট আকর্ষণীয়।
ফেসবুকের তথ্য অনুযায়ী, বর্তমানে ফেসবুকের জনপ্রিয় গেমের তালিকায় রয়েছে ক্যান্ডি ক্রাশ সাগা, ফার্ম হিরোস সাগা, পেট রেসকিউ সাগা।