ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক কর্মসূচীতে বাংলা নববর্ষ বরণ
সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২১ কে বরণ করে নেয়া হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন , বিভিন্ন সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান বর্ণাঢ্য কর্মসূচী পালন করে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ট্যাংকের পাড় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে ফারুকী পার্ক সংলগ্ন ডিসি মেলায় দিনব্যাপী বৈশাখী মেলা হয়। এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠি খেলা, মোরগ লড়াই পুতুল নাচ,এছাড়া কারাগার হাসপাতাল শিশু পরিবার এ উন্নত মানের দেশী খাবার পরিবেশন। এদিকে বর্ষবরণে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির উদ্যোগে সপ্তাহব্যাপী ২৮ তম বৈশাখী উৎসব শহীদ ধীরেন্দ্র নাথ ভাষা চত্বর এ শুরু হয়েছে। সাহিত্য একাডেমীর উদ্যোগে শোভাযাত্রা বের হয় শহরে। ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে শহরে শোভাযাত্রা দিন ব্যাপী বৈশাখী মেলা হয়েছে। সুলতানপুরস্থ লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমী সবকুল এন্ড কলেজে বৈশাখী পিঠা মেলা এবং লোকজ স্মাগ্রীর প্রদর্শনী হয়েছে। এছাড়া একাডেমী প্রাঙ্গনে নতুন প্রজন্মকে পরোপকারে উৎসাহিত করতে উদ্বুদ্ধকরণ কার্যক্রম, রক্তদানে সাহসি উৎসাহিত করতে রক্তের গ্র“প নির্নয় পরীক্ষা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন পাড়া মহল্লায়ও বিভিন্ন সংগঠন বর্ষবরণে নানা কর্মসূচী পালন করে।