ছায়ানটের বর্ষবরণ
ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্যদিয়ে দেশজুড়ে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। রাজধানীতে বৈশাখের অনুষ্ঠানমালার মূল কেন্দ্রবিন্দু রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ উৎসব শুরু হয়েছে সূর্যোদয়ের সময় থেকেই। জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় সকাল নয়টা ৫০ মিনিটে।
ছায়ানটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গান গেয়ে নতুন বছরকে আহ্বান জানায়। তাদের বৈশাখের আয়োজনের মধ্যে ছিল দলীয় গান, একক গান ও আবৃত্তি।
এখানে অতিথি শিল্পী ও ছায়ানট সংগীত বিদ্যায়তনের শিক্ষার্থী, শিক্ষক ও শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
আয়োজকরা জানান, এবারের ভাবনা- ‘সম্প্রতি ও স্বদেশ’।
১৯৬৭ সাল থেকে ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়। পাকিস্তানি শাসক গোষ্ঠীর নিপীড়নের প্রতিবাদে এ অনুষ্ঠানের সূচনা করা হয়।