দ্বিতীয় হারে শীর্ষস্থান হারালো ভারত
নিউজিল্যান্ডের কাছে টানা দ্বিতীয় ওয়ানডে হেরে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালো ভারত। পাঁচ ম্যাচের ওয়ানডেতে ভারত প্রথমটি হেরেছিল ২৪ রান। আর আজ হ্যামিল্টানে বৃষ্টি বিঘিœত দ্বিতীয় ওয়ানডেতে হারলো ১৫ রানে। এতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারত নেমে এসেছে দুইয়ে। আর অস্ট্রেলিয়া উঠে এসেছে শীর্ষে। আজ টসে হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ৩৩.২ ওভারে ২ উইকেটে ১৬৭ রান তোলার বৃষ্টি হানা দেয়। বৃষ্টি থামার পর তাদের ৪২ ওভার বেঁধে দেয়া হয়। বাকি ওভারে খেলে তারা ৭ উইকেটে ২৭১রান সংগ্রহ করে। জবাবে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতকে জয়ের জন্য ৪১.৩ ওভারে ২৯৩ রান টার্গেট দেয়া হয়। এই রান করতে গিয়ে তারা বিরাট কোহলির ৭৮ রানরে ওপর ভর করে ৯ উইকেটে ২৭৭ রান করতে পারে। ফলে তারা ম্যাচ হারে ১৫ রান। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে গেল।