শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি

Test BCBঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিসিবির ঘোষিত ১৪ সদস্যের টেস্ট দলে ডাক পেয়েছেন শামসুর রহমান। এছাড়া দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকা ইমরুল কায়েস প্রথম টেস্ট জায়গা পেয়েছেন।

জাতীয় দলের তিন নির্বাচক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। দল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচক ফারুক খান বলেন,‘বিসিএলে যারা ভালো পারফরম্যান্স করেছে তাদেরকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছি।’ প্রসঙ্গত, ২৭ জানুয়ারি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই টেস্টর প্রথম ম্যাচটি আয়োজিত হবে।

টেস্ট দল: মুশফিকুর রহিম (অধিনায়ক) তামিম ইকবাল,মার্শাল আইয়্যূব, সাকিব আল হাসান,নাসির হোসেন,মুমিনুল হক,শামসুর রহমান,মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস,আব্দুর রাজ্জাক,সোহাগ গাজী,রবিউল ইসলাম,রুবেল হোসেন ও আল আমিন।

 

এ জাতীয় আরও খবর