বিশ্বের সবচেয়ে বেশী পোলিও আক্রান্ত শহর পাকিস্থানের পেশোয়ার
পোলিও নামের মারাত্মক ব্যধিটির ব্যপ্তি পৃথিবী জুরে কমে এলেও বিশ্বের সবচেয়ে বেশী পোলিও আক্রান্ত শহর হিসাবে চিহ্নিত হয়েছে পাকিস্থানের পেশোয়ার। এক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বলা হয়ে থাকে বাংলাদেশ পোলিও মুক্ত একটি দেশ।বাংলাদেশ স্বাধিন না হলে হয়তো শহরটির নাম পেশোয়ার না হয়ে ঢাকা হতে পারতো।যারা পরাধিন বাংলাদেশ দেখেনি তারা অর্থাৎ আমাদের তরুন সমাজকে এই স্বাধিন দেশের মর্মার্থ জানাতে হবে, বুঝাতে হবে। দেশকে ভালবাসতে হবে এবং দেশের জন্য কিছু করতে হবে। তাহলেই আমরা বাস্তবিক স্বাধিন সোনার বাংলার স্বাদ পেতে পারব।