সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে অভিবাসীরা ৮ বছরের বেশি থাকতে পারবে না

KSA-4সৌদি আরবে কর্মরত বিদেশীদের জন্য দেশটিতে অবস্থানের মেয়াদ সর্বোচ্চ আট বছর করতে যাচ্ছে দেশটির সরকার। নিজ নাগরিকদের কাজের সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। আরব নিউজের বরাত দিয়ে মঙ্গলবার টাইমস অব  ইন্ডিয়া এবং এনডিটিভি এই খবর জানায়।

দেশটির শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘নিতাকাত’ আইনটির বর্ধিতকরণের প্রস্তাবনা পেশ করা হয়েছে। নতুন এ প্রস্তাবনায় বলা হয়েছে, “নিজ নাগরিকদের আরো কাজের সুযোগ সৃষ্টি ও উচ্চ বেতন নিশ্চিত করতে এবং বিদেশী কর্মীদের সংখ্যা কমাতে এ আইনটি চালু করা হোক।”

নতুন আইন অনুযায়ী সৌদিতে বসবাসরত স্ত্রী ও দুই সন্তানসহ একজন বিদেশী কর্মী দুইজন কর্মীর সমান বিবেচিত হবে। তিনি ও তার স্ত্রী মিলে পাবেন ১ দশমিক ৫ পয়েন্ট। আর প্রত্যেক সন্তানের জন্য রয়েছে ০ দশমিক ২৫ পয়েন্ট।

এ আইনে একজন বিদেশী কর্মী সর্বোচ্চ তিন পয়েন্ট অর্জন করতে পারবেন। তবে ফিলিস্তিনের নাগরিকদের মতো যারা নিজ দেশে ফেরত যেতে পারবে না তাদের জন্য এ আইন প্রযোজ্য হবে না।

একজন বিদেশী কর্মী সর্বোচ্চ ছয় হাজার সৌদি রিয়াল (এক হাজার ৬০০ ডলার) বেতন পাবেন। ১ দশমিক ৫ পয়েন্ট অর্জনকারীরা এর চেয়ে বেশিও পেতে পারেন। তবে যাদের সনদপত্র সৌদি সরকারের প্রত্যয়ন করা তারা এ বেতন কাঠামোর আওতাভুক্ত নন।

চন্দ্রবর্ষ অনুযায়ী যে বিদেশী কর্মীর চার বছর পূর্ণ হবে সে ১ দশমিক ৫ পয়েন্ট অর্জন করবে। পঞ্চম বছর থেকে মন্ত্রণালয়ের অনুমতিপত্র পাওয়ার পর নিতাকাত আইনে তার হিসাব করা হবে।

ছয় বছর শেষে একজন কর্মী অর্জন করবে দুই পয়েন্ট। সাত বছর শেষে ২ দশমিক ৫ এবং আট বছরের শুরুতে সে তিন পয়েন্ট অর্জন করবে।

নতুন আইনটির প্রস্তাবনায় আরো উল্লেখ করা হয়েছে, দেশটিতে দক্ষ কর্মীর চেয়ে অদক্ষরা বেশি দিন অবস্থান করে।

তবে এ আইনটির বিরোধিতা করেছে দেশটিতে অবস্থানরত অনেক বিদেশী কর্মীরা। তাদের অভিমত, এ আইনের ফলে অনেক বিদেশী কর্মীই দেশটিতে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবে। এতে দেশটির ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে।

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ

প্রিয়াঙ্কার ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন

জোভানের প্রেম ও বিয়ের গল্প!

উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে আগুন, নিহত ৫১

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে গুম-খুনের বিচার হবে

৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার প্রস্তাব

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন উজমা চৌধুরী

২৫ মার্চের মধ্যে বাড়িভাড়ার চুক্তি না করলে দায় হজ এজেন্সির

সোনার দাম বাড়লো, ভরি ১৫৩৪৭৫ টাকা

অনুসন্ধানে দুদক: ঠিকাদারি কাজে শেখ সেলিমের হাজার কোটির কমিশন বাণিজ্য

সেনা পাহারায় বিএমইউ ছাড়লেন অনিন্দিতা দত্ত

‘কাঁড়ি কাঁড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব’