বিজয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মৃতের নাম সোহেল মিয়া-(৩৫)। তার বাড়ি সরাইল উপজেলার বীরপাশা গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল দুপুরে ইসলামপুর বাজারের একটি নির্মাণাধীন ভবনের তিনতলায় রঙের কাজ করার সময় ওই ভবনের বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই সোহেল মারা যায়।
বুধন্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন ঘটনাস্থলে বর্তমানে পুলিশ অবস্থান করছে।