শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক আটক

BBaria Mapফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর ছবি পোস্ট করায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আনোয়ার হোসেন খাদেম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর আড়াইটার দিকে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আনোয়ার ওই গ্রামের মৃত সুলতান উদ্দিন খাদেমের ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, ‘আনোয়ার বি.বাড়িয়া’ নামে আটক ওই যুবকের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তিনি তার ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি ও আপত্তিকর ছবি পোস্ট করেন। জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ বিষয়টি আমাদের জানালে আনোয়ারকে আটক করে বিজয়নগর থানায় আনা হয়।

এ জাতীয় আরও খবর