বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিজয়নগরে স,মিলসহ ৪ দোকান পুড়ে ছাই ॥ নাশকতার আশংকা

bij-19-11-13ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স,মিলে আগুন লেগে স,মিল সহ ৪ টি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এসময় অর্ধকোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।গত সোমবার রাতে উপজেলার চম্পকনগরে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়,সোমবার রাত ৯ টার দিকে চম্পকনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবদুল বাছির মিয়ার বাড়ি বরাবর একটি স,মিল ও কয়েকটি ফার্নিচরের দোকান সহ একটি মার্কেট রয়েছে।তাঁর বড় ছেলে সাবেক ছাত্রলীগ নেতা আবদুল খালেক এগুলো পরিচালনা করেন।সোমবার রাত ৯ টার দিকে স,মিল থেকে আগুনের সূত্রপাত হয়ে তা চারিদিকে ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিস যেতে দেরী হওয়ায় স,মিল সহ ৪ টি ফার্নিচরের দোকান পুড়ে ছাই হয়ে যায়।এ ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়।আগুনের সূত্রপাত নিয়ে নানামুখী আলোচনা চলছে।কেউ বলছে সিগারেটের থেকে এ আগুন লাগে।আবার ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে কেউ আগুন দিয়ে থাকতে পারে।এলাকাবাসী অবশ্য নাশকতাকেই গুরুত্ব দিচ্ছেন।