নাসিরনগর সাবরেজিষ্টারী অফিসে দলিল লেখক সমিতির নির্বাচন
অত্যন্ত আনন্দঘণ উৎসবমুখর নিরিবিলি পরিবেশে সম্পন্ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সাবরেজিষ্টারী অফিসে কর্মরত দলিল লেখক সমিতির নির্বাচন। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে এতে ৪৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে সভাপতি পদে দ্বিতীয় বারের মত আবারো হাজী মোঃ নূরুল হোসেন ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রদিদ্বন্দী সৈয়দ আবুল কালাম আজাদ পেয়েছেন ১৩ ভোট। দ্বিতীয় বারের মত আবারো মোঃ নূরুল হক ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রদিদ্বন্দীরা মোঃ ইমরানূর রশিদ ১০ ভোট পেয়ে, ও মীর ফরহাদ উদ্দিন পেয়েছেন ১০ ভোট। সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দিন পাঠান ২২ ভোট পেয়ে নির্বাচিত হন নিকটতম প্রদিদ্বন্দী সাহাব উদ্দিন ১৪ ভোট ও আলম রাজা পেয়েছেন ৯ ভোট। কোষাধক্ষ পদে সমীরণ দাস ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রদিদ্বন্দী কর্মকান্ত দাস পেয়েছেন ১৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে মোঃ মিলন চৌধুরী বিনাদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন সাব-রেজিষ্টার মাইকেল মহি উদ্দিন আব্দুল্লাহ।