শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগর উপজেলা পরিষদে দুধর্ষ চুরি সংগঠিত

choriব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পরিষদে দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে এই চুরি সংগঠিত। চুরেরা উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষ থেকে কম্পিউটার,ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে ২০ হাজার টাকা, মহিলা ভাইস চেয়ারম্যানের কক্ষ থেকে সিরামিক্স প্লেইড, তোয়ালেসহ ১ লক্ষ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এই বিষয়ে স্টেনোটাইপিস্ট, কাম-কম্পিউটার অপারেটর মোঃ রাশিদুল হাসান বাদী হয়ে অজ্ঞাতনামা চুরের বিরুদ্ধে নাসিরনগর থানায় একটি মামলা রুজু করেছে। জানা গেছে প্রতিদিনের ন্যায় বিকাল ৫টার পর অফিসের দরজা-জানালা ও গেইট বন্ধ করে সবাই বাড়িতে চলে যান। শুক্রবার উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মোঃ শাহজাহান ভুইয়া জরুরী প্রয়োজনে মোঃ রাশিদুল হাসানকে মোবাইল ফোনে অফিসে আসতে বলেন। মোঃ রাশিদুল হাসান অফিসের গেইট খোলে এই অবস্থা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অবগত করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ওসি তদন্ত মোঃ ইয়াছিন,এস আই মলেয়ন্দ্র নাথ রায়সহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গেপ্তার করতে পারেনি পুঁলিশ। উপজেলা চেয়ারম্যান মোঃ আহসানুল হক , ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায় চুরির ঘটনার কথা স্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর