শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি.এ রোড এলাকায় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ। সমস্ত শহর জুড়ে আতঙ্ক

Sirajজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম গ্রেফতারের জের ধরে  টি.এ রোড এলাকায় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ। সমস্ত শহর জুড়ে আতঙ্ক ।

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি ও আটক নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলের ডাকা হরতালের সমর্থনে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিকেল ৫ টায় শহরের রেল গেইট সংলগ্ন জেলা পরিষদের মার্কেটের সামনে থেকে ১৮ দলের বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি টিএ রোড এলাকায় পৌঁছলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শহরের মাদরাসা রোড কান্দিপাড়া এলাকায় ১০/১২টি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ এ সময় টিয়ার গ্যাস ও গুলি বর্ষণ করে। সংঘর্ষে ছাত্রদলের নেতা সালাউদ্দিন গুলিবিদ্ধ হয়।

এ জাতীয় আরও খবর