মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৮১ উপজেলায় সেনাবাহিনী নামছে আজ : মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

army-bd_77273ঢাকা, ১৩ মার্চ: তৃতীয় ধাপের ৮১ উপজেলা নির্বাচনের আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। এছাড়া সকাল থেকে দেশের ৮১টি উপজেলায় মাঠে নামছে সেনাবাহিনী। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ মার্চ এসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে।


সংশ্লিষ্ট উপজেলার নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা মাঠে থাকবেন।


নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, প্রতিটি উপজেলায় এক প্লাটুন করে সেনা মোতায়েন করা হচ্ছে। প্রতি প্লাটুনে ৩৪ জন করে সেনা সদস্য থাকবে।


এসব উপজেলায় বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হবে। কেউ আইন ভঙ্গ করলে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন। এ দফায় ৮৩টি উপজেলার তফসিল ঘোষণা করা হলেও সহিংসতার কারণে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে। আর সিলেটের ফেন্সুগঞ্জের ভোটও ভোট স্থগিত রয়েছে।