মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিগ্রির ফল প্রকাশ, পাস ৭১.৪৯ শতাংশ

news-image

ডেস্ক রিপোর্ট : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গড় পাসের হার ৭১ দশমিক ৪৯ শতাংশ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রথম বিভাগে পাস করেছে ৮৭৫১ জন, দ্বিতীয় বিভাগে ৮২০১৮ জন এবং তৃতীয় বিভাগ পেয়েছে ১৭,৪৪০ জন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িহঁ.বফঁ.নফ) পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এ ছাড়া যে কোনো মোবাইল থেকে হঁ ফবম জড়ষষ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে।
দেশের ১ হাজার ৬৮১টি কলেজের ১ লাখ ৫১ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থী ৬৮৩টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৮ হাজার ৩৫৭ জন। গত ২০ জুন ডিগ্রির লিখিত পরীক্ষা শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমিয়ে আনতে গৃহীত ‘ক্রাশ প্রোগ্রাম’ অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৩ মাসের মধ্যেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হল। দ্য রিপোর্ট