সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের মিডিয়ায় টিউলিপের কারাদণ্ডের খবর

news-image

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং মেয়ে টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শেখ রেহেনাকে প্লট বরাদ্দ নিয়ে দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের আদালতে প্রথমবারের মতো কোনো ব্রিটিশ এমপি দণ্ডিত হয়েছেন।

এদিকে সাজার এই খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রায় সবগুলো মিডিয়া।

টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। বর্তমানে তিনি যুক্তরাজ্যে ক্ষমতাসীন দল লেবার পার্টির সংসদ সদস্য। সমালোচনার মুখে চলতি বছরের শুরু দিকে দেশটির সিটি মিনিস্টার পদ ছাড়তে বাধ্য হন টিউলিপ। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছিল তখন।

প্রভাবশালী পত্রিকা দৈনিক দ্য গার্ডিয়ান দুটি প্রতিবেদন করেছে টিউলিপকে নিয়ে। তাদের প্রথম প্রতিবেদনে শিরোনাম, ‘বাংলাদেশের আদালত যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককে অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।’

গার্ডিয়ান তার আরেকটিকে প্রতিবেদনে লিখেছে, ‘যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বাংলাদেশে বিচারের পেছনে কারণ কী ছিল?।

দ্য টেলিগ্রাফ লিখেছে, ‘বাংলাদেশে দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড’।

যুক্তরাজ্যের আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট লিখেছে, ‘লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে দুই বছরের কারাদণ্ড।’

স্কাই নিউজ লিখেছে, ‘লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির মামলায় দুই বছরের কারাদণ্ড’।

মাই লন্ডন লিখেছে, ‘লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে অনুপস্থিতিতে বিচারের পর কারাদণ্ড)’।

এলবিসি লিখেছে, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির বিচারে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে’।

মেট্রোর শিরোনাম করেছে, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড’।

আইটিভি শিরোনাম করেছে, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির বিচারের পর কারাদণ্ড’।

দ্য সান লিখেছে, ‘খালার মৃত্যুদণ্ডের কয়েক সপ্তাহ পর লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুর্নীতির অভিযোগে অনুপস্থিতিতে কারাদণ্ড’।

এছাড়া, ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ডেইলি স্টার লিখেছে, ‘লেবার পার্টির এমপিকে বড় দুর্নীতি কেলেঙ্কারির পর দুই বছরের কারাদণ্ড।’

এই রায়ের পর ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান দুদকের আইনজীবী মঈনুল হাসান। তিনি বলেন, ‘আমরা দুদকের সঙ্গে আলাপ-আলোচনা করে রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানাব। আমাদের প্রত্যাশা অনুযায়ী রায় হয় নাই। আমরা সর্বোচ্চ শাস্তি, যাবজ্জীবন চেয়েছিলাম।’

টিউলিপসহ অন্য আসামিদের ফিরিয়ে আনার ব্যাপারে মঈনুল হাসান বলেন, ‘আসামিরা যেসব দেশে পলাতক আছেন, সেসব দেশ থেকে তাদের ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে।’

প্রসঙ্গত, টিউলিপ একদিকে বাংলাদেশি নাগরিক, অন্যদিকে ব্রিটিশ নাগরিক। তাকে ফিরিয়ে আনার জন্য তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অবগত করাবেন। বাংলাদেশি আইনে যে প্রক্রিয়াগুলো আছে,সরকারের মাধ্যমে তারা সেগুলো সম্পন্ন করবেন বলে জানান।

 

এ জাতীয় আরও খবর

বিএনপিতে যোগ দিয়ে রেজা কিবরিয়া বললেন ‘আমি গর্বিত’

সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের প্রতি সুবিচার করা হবে

দেশে আড়াই লাখ একর বন দখল হয়ে গেছে

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু

মেট্রোরেলে বাড়তি নিরাপত্তা জোরদার করা হচ্ছে

বিপিএল নিলামে কোন ক্রিকেটার কোন দলে

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ভেনেজুয়েলা থেকে পালাতে মাদুরোকে ট্রাম্পের আল্টিমেটাম

মানিকগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন দিলো দুর্বৃত্তরা

তারেক রহমান প্রার্থী হতে পারবেন কি না, জানালেন ইসি সচিব

রায় নিয়ে যা বললেন দুদকের আইনজীবী