মুমিনুল-মুশফিকের ফিফটি, ৫০৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা মুমিনুল হক অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন। তবে হাফসেঞ্চুরি করে অপরাজিত থেকেছেন শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিক। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে। ফলে আইরিশদের ৫০৯ রানে লক্ষ্য দিয়েছে টাইগাররা।
আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলায় শুরুতেই আউট হন ওপেনার সাদমান ইসলাম। অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবি হওয়ার আগে তিনি ৭৮ রান করেন। ১১৯ বলে ৭টি চারে নিজের ইনিংস সাজান তিনি। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরের ওভারেই বিদায় নেন।
তবে চতুর্থ উইকেট জুটিতে ১২৩ রানের পার্টনারশিপ গড়েন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। কিন্তু সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও গ্যাভিন হোয়ের বলে আউট হন মুমিনুল। তিনি ১১৮ বলে ১০টি চারে ৮৭ রান করেন। অবশ্য অন্যপ্রান্তে থাকা মুশফিক ৮১ বল খেলে ৫৩ রানে অপরাজিত থাকেন। শততম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এবার ফিফটির দেখা পেলেন এই অভিজ্ঞ।
এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪৭৬ রান করে। জবাবে ২৬৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। বাংলাদেশ তৃতীয় দিন শেষে এক উইকেট হারিয়ে ১৫৬ রান করেছিল।











