স্কুলে বাদামি ভল্লুকের হামলা
আন্তর্জাতিক ডেস্ক : কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একটি হাঁটার রাস্তায় স্কুলশিক্ষার্থী ও শিক্ষকদের ওপর একটি বাদামি ভল্লুক (গ্রিজলি) হামলা করেছে। এতে ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। খবর দ্য গার্ডিয়ানের।
বৃহস্পতিবার গভীর রাতে ভ্যাঙ্কুভার থেকে ৭০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত বেলা কুলাতে এ ঘটনা ঘটেছে। নুক্সালক নেশন জানিয়েছে, ‘আক্রমণাত্মক ভল্লুকটি’ এখনও মুক্ত অবস্থায় রয়েছে এবং পুলিশ ও বনরক্ষীরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। আদিবাসী এই গোষ্ঠীটি সামাজিক মাধ্যমে জানিয়েছে, ‘কর্মকর্তারা সশস্ত্র। দয়া করে বাড়ির ভেতরে থাকুন এবং হাইওয়ে ব্যবহার করা থেকে বিরত থাকুন।’ আহত শিশুদের একজনের অভিভাবক ভেরোনিকা স্কুনার বলেন, অনেকে হামলা থামানোর চেষ্টা করলেও একজন পুরুষ শিক্ষক ‘পুরো আঘাত নিজের ওপর নেন’।
স্কুনারের ১০ বছর বয়সী ছেলে আলভারেজ চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দলে ছিল এবং সে ভল্লুকটির এত কাছে ছিল যে ‘সে সেটির লোমও অনুভব করতে পেরেছিল’। স্কুনার বলেন, ভল্লুকটি অন্য একজনকে লক্ষ্য করছিল বলে তাঁর ছেলে রক্ষা পায়। শিক্ষকরা ভল্লুকটিকে প্রতিহত করার সময় কিছু শিশুর গায়ে বেয়ার স্প্রে লেগেছিল এবং আলভারেজ দৌড়ে নিরাপদ স্থানে যেতে গিয়ে খোঁড়াচ্ছিল।
তবে তাঁর ছেলের যত চিন্তা ছিল বন্ধুদের নিয়ে। তিনি বলেন, ‘সে বন্ধুদের জন্য কেঁদে চলেছে। ওই সময়ই তাদের জন্য প্রার্থনা শুরু করেছে।’
নুক্সালক ফার্স্ট নেশন দ্বারা পরিচালিত অ্যাক্সাল্কটা স্কুল এক ফেসবুক পোস্টে জানিয়েছে, এই কঠিন সময়ে শুক্রবার স্কুল বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে।











