মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে কারখানায় গ্যাস লিক, নিহত ৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার গিয়াজপুর অঞ্চলে আজ রোববার একটি কারখানায় গ্যাস লিকের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। অচেতন হয়ে পড়েছেন আরও ১১ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এ ছাড়া সেখানে চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং দমকলবাহিনীর কর্মীও মোতায়েন করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

লুধিয়ানার সাব ডিভিশনার ম্যাজিস্ট্রেট স্বতি তিওয়ানা এএনআইকে বলেন, ‘এটি অবশ্যই গ্যাস লিকের ঘটনা। জাতীয় দুর্যোগ রেসপন্স বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে আছে। তারা মানুষকে উদ্ধার ও উদ্ধার অভিযান চালাবে।’

তিনি ৯ জন নিহত ও ১১ জন অসুস্থ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

স্বতি তিওয়ানা আরও বলেছেন, গ্যাসের ধরন এবং এর উৎস সম্পর্কে এখন পর্যন্ত জানা যায় নি। এ নিয়ে এনডিআরএফ টিম তদন্ত করবে।

আরও পড়ুন: পরীক্ষার ফল প্রকাশের ৪৮ ঘণ্টায় ৯ শিক্ষার্থীর আত্মহত্যা

রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে এবং এ নিয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে।

এক টুইটবার্তায় তিনি বলেছেন, লুধিয়ানার গিয়াজপুর অঞ্চলে কারখানায় গ্যাস লিকের ঘটনা দুঃখজনক। পুলিশ, সরকার এবং এনডিআরএফ ঘটনাস্থলে অবস্থান করছে।