মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলা বন্দরে পাথরবোঝাই কার্গোডুবি

news-image

মোংলা প্রতিনিধি : মোংলা বন্দরের হাড়বাড়ীয়া এলাকায় পাথরবোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

বুধবার রাত ১২টার দিকে হাড়বাড়ীয়ার তিন নম্বর এ্যাংকোরেজের লাল বয়া এলাকায় চরে ঠেকে তলা ফেটে কার্গোটি ডুবে যায়।

তবে রাতেই ডুবন্ত ওই জাহাজের ১০ স্টাফকে উদ্ধার করেন আশপাশের কার্গোর লোকজনেরা। তারা সকলেই সুস্থ রয়েছেন।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মো. মাইনুল ইসলাম মিন্টু জানান, বন্দরের হাড়বাড়ীয়ার ৬ নম্বর এ্যাংকোরেজে থাকা বিদেশি লাইবেরিয়ান পতাকাবাহী এমভি আইভিএস হাইয়াকিতা জাহাজ থেকে বুধবার রাতে ৭শ মেট্রিক টন পাথর বোঝাই করে কার্গো জাহাজ এমভি মাস্টার দিদার।

এরপর খুলনার উদ্দেশ্যে কার্গোটি ছেড়ে এলে পথিমধ্যে হাড়বাড়ীয়ার ৩ নম্বর এ্যাংকোরেজ এলাকায় অসতর্কতাবশত মূল চ্যানেলের বাইরে চরে ঠেকে গেলে রাত ১২টার দিকে সেখানে তলা ফেটে ডুবে যায়। ওই সময় কার্গো জাহাজটিতে থাকা ১০ জন স্টাফকে আশপাশের কার্গোর স্টাফেরা উদ্ধার করেন। তারা অপর আরেকটি কার্গো জাহাজে সুস্থ ও নিরাপদে রয়েছেন।