মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বনানী কবরস্থানে পুনঃকবর ফি ৫০ হাজার টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী কবরস্থান ও অন্যান্য কবরস্থানে এক কবরের ওপর পুনরায় কবরের জন্য নতুন করে ফি নির্ধারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (৮ আগস্ট) ডিএনসিসির সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগের প্রধান মোহাম্মদ মামুন-উল-হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে সংশ্লিষ্টদের এ তথ্য জানানো হয়।

ওই অফিস আদেশে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ১৪তম করপোরেশন সভার সিদ্ধান্ত অনুসারে ডিএনসিসির নিয়ন্ত্রণাধীন কবরস্থানগুলোতে বিদ্যমান কবরের ওপর পুনরায় কবরে নতুন করে ফি নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত ফি অনুযায়ী বনানী কবরস্থানে ৫০ হাজার, উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থান, উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থানে ৩০ হাজার টাকা হারে পুনঃকবর ফি আদায়ের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।