মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এক বছর ধরে স্বামীর অপেক্ষায় শাহনাজ

news-image

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রতিদিনের মতো কাজের জন্য বের হন নুরুল আলম। সন্ধ্যার মধ্যেই বাসায় ফেরেন তিনি। কিন্তু একদিন সন্ধ্যায় আর ফেরেননি। এরপর কেটে গেছে এক বছরের বেশি সময়। এখনো স্বামীর ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন শাহনাজ আকতার।

রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের বাসিন্দা নুরুল আলম গত ২০২১ সালের ১০ মার্চ সকালে কাজের সন্ধানে বের হোন। এরপর থেকে মুঠোফোনের নম্বরটিও বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখোজি করেও সন্ধান পায়নি তার পরিবার। সে সময় স্বামীর সন্ধান না পেয়ে তার স্ত্রী রাউজান থানায় একটি অভিযোগ দেন। তবে এক বছর পার হলেও থানা থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

শাহনাজ আকতার বলেন,স্বামী নিখোঁজের পর জন্ম নিয়েছিল তার ফুটফুটে ছেলে সন্তান। সন্তানের বয়স প্রায় ১ বছর।ছেলে বড় হচ্ছে, কি পরিচয় দিব। আর কত অপেক্ষার পর তিনি ফিরে আসবেন? বর্তমানে সন্তানকে নিয়ে বাবার অভাবের সংসারে থাকছেন শাহনাজ।

এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন,‘এটা আমার নলেজে নেই। যেহেতু এক বছর আগের ঘটনা সেহেতু বিস্তারিত জেনে জানাতে হবে।’