মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিচার শুরু

news-image

থাইল্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে দায়িত্বে অবহেলার অভিযোগে আনা হয়েছে। তিনি অবশ্য তা অস্বীকার করেছেন। আজ ব্যাংককে আদালতের বাইরে উপস্থিত জনতাকে তিনি বলেছেন যে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হবেন। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও চালের ভর্তুকি প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এতে দোষী প্রমাণিত হলে তার ১০ বছরের কারাদন্ড হতে পারে। গত এক বছর এক সামরিক অভ্যুত্থানে ইংলাক সিনাওয়াত্রার সরকারের পতন ঘটে।

এর আগে ২০০৬ সালে তার ভাই থাকসিন সিনাওয়াত্রাও আরেকটি সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ছিলেন।