মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কত ঘণ্টা কাজ করলে কিনতে পারবেন আইফোন ১৩?

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এসেছে আইফোনে ১৩ সিরিজ। বাজারে আসার পরই এই উন্নত প্রযুক্তি সম্পন্ন ফোনের দাম জেনে অনেকেই ভিমড়ি খেয়েছেন। কারণ সাধারণ মানুষের নাগালের বাইরে নতুন এই আইফোনের দাম। এজন্য নানারকম মিম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরছে বিভিন্ন আইফোন-কিডনি জোকস। ফলে এই ফোনের দাম শুনে যে ক্রেতাদের চোখ কপালে উঠেছে তা বুঝায় যাচ্ছে।

সম্প্রতি মানি সুপারমার্কেটের পক্ষ থেকে একটি তথ্য প্রকাশ হয়েছে। তাতে জানানো হয়েছে, কোন দেশের মানুষদের কত ঘণ্টা কাজ করলে আইফোন কেনার সুযোগ মিলবে। বা সেই মানুষটি আইফোন কিনতে পারবেন।

একজন ভারতীয়র পক্ষে আইফোন ১৩ কেনা তখনই সম্ভব হবে, যদি তিনি প্রায় ৭২৪ ঘণ্টা কাজ করেন। অর্থাৎ, হিসেব করলে দাঁড়ায় প্রায় ৩০ দিন কাজ করলেই একজন ভারতীয় আইফোন ১৩ কিনতে পারবেন। তবে, শুধু ভারতীয়দের ক্ষেত্রেই নয়, বিশ্বের অন্যান্য দেশের মানুষরাও আইফোন ১৩ কিনতে হলে তাদের কতক্ষণ কাজ করতে হবে, তাও জানা গিয়েছে সেই তথ্যে।

একজন সুইজারল্যান্ডের অধিবাসীকে কাজ করতে হবে মাত্র ৩৪.৩ ঘণ্টা। আবার ফিলিপিন্সের মানুষকে কাজ করতে হবে ৭৭৫ ঘণ্টা।

ভারতের বাজারে আইফোন ১৩-এর দাম শুরু হয়েছে ৭৯ হাজার ৯০০ রুপি থেকে। তবে বিশেষত্বের ওপর নির্ভর করে দাম রয়েছে এক লাখ নয় হাজার ৯০০ রুপি পর্যন্ত।