মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেসিং থেকে চার্জ হবে স্মার্টফোনের ব্যাটারি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্মার্টফোনে নিত্যদিন চার্জ দেয়া ঝামেলার কাজ। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে একদল প্রযুক্তিবিদ। তারা স্মার্টফোনের এমন এক ধরণের কেসিং তৈরি করেছেন যা ফোনের ব্যাটারিকে চার্জ করবে।

এই উদ্ভাবকরা কাজ করেন যুক্তরাষ্ট্রের অহিও অঙ্গরাজ্যের নিকোলা ল্যাবে। এই কেসিং আইফোনে ৬ এ ব্যবহার করা হবে। এটি আরএফ (ওয়াইফাই, ব্লুটুথ এবং এলটিই সিগনাল) সিগন্যালকে ডিসি পাওয়ারে রুপান্তরিত করতে পারে।

এভাবে কেসিং থেকে সর্বোচ্চ ৩০ ভাগ পর্যন্ত চার্জ হতে পারে। এটাতে অ্যানাজিং হার্ভেস্টিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে নেটওয়ার্ক সিগন্যাল কিংবা রেডিও সিগন্যাল থেকেও এটি চার্জ সংগ্রহ করতে পারে। এই চার্জ ব্যাটারিতে সরবরাহ করা হয়।

উদ্ভাবকরা এই কেসিং বিক্রি করারও পরিকল্পনা করেছেন। এটির মূল্য ধরা হয়েছে ৯৯ ডলার। এটি আইফোনের জন্যও সরবরাহ করা হবে।