মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন ইতিহাসে সবচেয়ে ‌‘খারাপ’ ট্রাম্প, ‘ভালো’ ওবামা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউগভ ও ইকোনোমিস্টের যৌথ জনমত জরিপ বলছে, মার্কিন ইতিহাসে যুক্তরাষ্ট্রের জনগণ ডোনাল্ড ট্রাম্পকেই সেদেশের সবচেয়ে খারাপ ও বারাক ওবামাকে সবচেয়ে ভালো প্রেসিডেন্ট হিসেবে মনে করেন। খবর পার্সটুডের।

জরিপের ফলাফলে বলছে, যুক্তরাষ্ট্রের ৪৬ শতাংশ মানুষ ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেছেন। একই জরিপে জনপ্রিয়তার দিক থেকে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১৮ পয়েন্ট বেশি পেয়েছেন বারাক ওবামা।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে জো বাইডেনের কাছে হেরে যান। এরপর নানা বিতর্কিত ও উসকানিমূলক পদক্ষেপ নেন। এর ফলে নির্বাচনের পর তার জনপ্রিয়তায় আরও ধস নামে।