মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরোয়া ক্রিকেট ফেরানোর চিন্তা

news-image

স্পোর্টস ডেস্ক : এখনো অপেক্ষায় রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তাই বাংলাদেশের লঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সফরের সময় ঘনিয়ে এলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো অপেক্ষায় রয়েছে লঙ্কান বোর্ডের জবাবের। তবে তিন ম্যাচের এই টেস্ট সিরিজটি হলেও ঘরোয়া ক্রিকেট ফেরানো নিয়েও কাজ করে যাচ্ছে বিসিবি।

বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) জবাবের অপেক্ষায় আছি। আশা করি দ্রুতই সেটা পাব। তবে এখন আমাদের পরিকল্পনায় দুটিই আছে (শ্রীলঙ্কা সিরিজ ও ঘরোয়া ক্রিকেট)। এই সিরিজে খেললেও আমরা ঘরোয়া ক্রিকেট ফেরানো নিয়ে কাজ করছি।’

২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু সফর নিয়ে যে স্বাস্থ্য নির্দেশিকা পাঠিয়েছিল এসএলসি, সেটি দেখে বিসিবি জানিয়ে দেয় এই শর্তে সফর সম্ভব নয়। শ্রীলঙ্কা বোর্ড অবশ্য স্বাস্থ্যবিধি শিথিল করতে কাজ করছে।

নিজাম উদ্দিন জানালেন, ‘তারা যেটা বলেছে, তাদের যে কভিড টাস্ক ফোর্স বা অন্যান্য যে অথোরিটি আছে তাদের সঙ্গে কথা বলে তাদের হেলথ গাইডলাইন কতটুকু শিথিল করা যায় সেটা নিয়ে কাজ করছেন।’

শ্রীলঙ্কা জবাব দিতে দেরি করলেও বাংলাদেশ আগের পরিকল্পনা অনুযায়ীই সব কাজ এগিয়ে রাখছে। তবে লঙ্কানরা ইতিবাচক সারা দিলেও এই মুহূর্তে ২৭ সেপ্টেম্বর যাত্রা করা চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।

বলছিলেন, ‘আমরা আমাদের প্রস্তুতি ২৭ তারিখ (যাত্রা) ধরেই এগোচ্ছি। তবে এই মুহূর্তে ২৭ তারিখ ট্রাভেল করা চ্যালেঞ্জিং হবে। ভিসা এবং অন্যান্য জটিলতা তো রয়েছেই, সে ক্ষেত্রে যদি কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার হয় আমরা করে নেব।’