মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে বিকেল ৫টার পর ফার্মেসি ছাড়া সব দোকান বন্ধের নির্দেশ

news-image

রংপুর ব্যুরো : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে রংপুর জেলায় ফার্মেসি ছাড়া সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। কাঁচাবাজার, দোকানপাট ও হাটবাজার বিকেল ৫টার পর বন্ধের নির্দেশ দিয়েছে রংপুর জেলা প্রশাসন।

আজ রবিবার জেলা প্রশাসক আসিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।
এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত করোনায় স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে প্রতিদিন বিকেল ৫টার পর শুধু ওষুধের দোকান ছাড়া যাবতীয় কাঁচাবাজার, দোকানপাট ও হাটবাজার বন্ধ থাকবে। তবে কৃষিপণ্য পরিবহন ও বিপণনজনিত কেনাবেচা এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।