মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জ্বর-শ্বাসকষ্টে রিকশাচালকের মৃত্যু, বাড়িছাড়া প্রতিবেশী

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আজিজুল ইসলাম (৪৮) নামে ঢাকাফেরত এক রিকশাচালক শ্বাসকষ্টজনিত রোগে মারা গেছেন। তিনি করোনা রোগে মারা গেছেন এমন গুজব এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্কে বাড়ি ছেড়েছেন তার প্রতিবেশীরা।

শনিবার বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের হেলিপ্যাড গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আজিজুল ওই গ্রামের নান্দু মিস্ত্রীর ছেলে।

স্থানীয়রা জানায়, আজিজুল ইসলাম উপজেলা সদরে নৈশ্যপ্রহরীর চাকরি করতেন। তিনি দীর্ঘদিন অ্যাজমা রোগে ভুগছিলেন। পরবর্তীতে চাকরি ছেড়ে ঢাকায় পাড়ি জমান। সেখানে দীর্ঘদিন রিকশা চালিয়ে সপ্তাহ খানেক আগে জ্বর, সর্দি ও কাশি নিয়ে বাড়ি ফেরেন। আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের কাছে শ্বাসকষ্টের চিকিৎসা গ্রহণ করেন।

চিকিৎসক তাকে বাড়িতে অবস্থান করে সতর্কতার সঙ্গে চলতে পরামর্শ দেন। খবর পেয়ে থানা পুলিশ তাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেন।

পরে শনিবার বিকেলে নিজ বাড়িতেই মারা যান আজিজুল ইসলাম। তিনি করোনা রোগে মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়লে মুহূর্তে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান প্রতিবেশীরা।

খবর পেয়ে উপজেলা প্রশাসন সামাজিক দূরুত্ব বজায় রেখে দ্রুত দাফনের নির্দেশ দেন। তবে প্রতিবেশীরা জনসমাগম কম করার জোর তাগিদ দিলেও তা না মেনে নিকটাত্মীয়রা ওই বাড়িতে গিয়ে লাশ দাফনের ব্যবস্থা করেন। ওইদিন সন্ধ্যায় জানাজা শেষে স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হয় বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী জানান, আজিজুল অসুস্থ অবস্থায় ঢাকা থেকে ফিরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের চিকিৎসা করেছেন। পুলিশ তাকে বাইরে যেতে নিষেধ করেছেন। তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সন্দেহে প্রতিবেশীরা তার জানাজায় যায়নি। পরে নিকট আত্মীয় স্বজনরাই লাশ দাফন করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে মৃতের পরিবার দ্রুতই দাফন সম্পন্ন করেছেন।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নিমর্লেন্দু রায় বলেন, এ খবর তাকে কেউ জানায়নি। দ্রুত খোঁজ নেবেন বলেও তিনি জানান।