মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অদ্বৈত মল্লবর্মণ স্মরনে সাহিত্য একাডেমির ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক ও সাধারণ সভা অনুষ্ঠিত

brahmanbaria-pic-07-02-2014.docপ্রান্তিক জীবনের অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণ স্মরনে সাহিত্য একাডেমির ৩১ তম বার্ষিক সাধারণ সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়াস্থ মডেল গভ: গার্লস হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি জয়দুল হোসেন। সাধারণ সভায় সর্বস্মতি ক্রমে কবি জয়দুল হোসেনকে সভাপতি এবং মিজানুর রহমান শিশিরকে সাধারণ সম্পাদক করে পরবর্তী তিন বছরের জন্য কার্য নির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন কবি আসাদ চৌধুরী, হাবিবুর রহমান মিলন, শান্তনু কায়সার, প্রফেসর মোঃ মোখলেছুর রহমান খান, এডভোকেট আবদুস সামাদ, মোঃ আলী আকবর মজুমদার, প্রাণতোষ চৌধুরী, মাহবুব-উল করিম, কৃপাল নারায়ন চৌধুরী ও মারুফুল ইসলাম। পরিচালক মন্ডলীতে রয়েরছন এডভোকেট আবু তাহের, মজিবুল বারী, আহমদ আল মামুন, মানবর্দ্ধন পাল, পরিমল ভৌমিক, নন্দিতা গুহ, মিলি চৌধুরী ও এ.কে.এম শিবলী। সম্পাদক মন্ডলীতে রয়েছেন, এ.টি.এম মহসিন, নির্জয় হাসান সোহেল, মঈন উদ্দিন, নূরুল আমিন, অঞ্জন কুমার দাস, হাবিবুর রহমান নিপু ও পরিমল দেব নাথ আকাশ। নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন, এস.এম আলম হীরু, জামিলুর রহমান, ফাতেমা বেগম, মহিবুর রহিম, নেলী আক্তার, তাসলিমা আক্তার রোমা, মোস্তফা মাহমুদ আপন ও রিয়াসাদ আজিম। সভায় অদ্বৈত মল্লবর্মণ স্মরণে আয়োজিত আলোচনা সভায় কবি দিলীপ দাস বলেন, জেলে জীবনকে নিয়ে বিশ্বে যেসব উপন্যাস লেখা হয়েছে সে সবের মধ্যে অদ্বৈত মল্লবর্মণনের তিতাস একটি নদীর নাম শ্রেষ্ঠতম। এটি একটি মহাকাব্যিক উপন্যাস। অদ্বৈতের উপন্যাসে জেলে জীবনের জীবন চিত্র বিত্রায়িত হয়েছে।