মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০২১ সালের আগে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে: শিল্পমন্ত্রী

52f37f7f1752c-amir-hosen-amuদারিদ্র্য বিমোচন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, খাদ্য উত্পাদনসহ অনেক সামাজিক সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে। আর্থসামাজিক উন্নয়নের চলমান ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

রাজধানীতে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) আয়োজিত স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের (পিজিডি) উদ্বোধনকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন।

বিআইএমের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ, বিআইএমের পরিচালক এ এইচ মোস্তফা কামাল খাঁন প্রমুখ বক্তব্য দেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশে দক্ষ শিল্প ব্যবস্থাপক ও উদ্যোক্তা সৃষ্টির জন্য মানসম্মত প্রশিক্ষণ সুবিধা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে বিআইএমকে বর্তমান সরকারের আমলেই সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া উদ্যোগের ফলে শিল্প খাতে বিদেশ থেকে পরামর্শক আনার পরিবর্তে খুব শিগগিরই বাংলাদেশ পরামর্শক রপ্তানির সক্ষমতা অর্জন করবে।