মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘নাশকতামূলক’ সংবাদ প্রচারে নিষেধাজ্ঞার দাবি সুরঞ্জিতের

58248_suডেস্ক রির্পোট:আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, অবরোধ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। তাই অবিলম্বে এই আন্দোলনকে অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও বেআইনি ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ ধরণের সহিংস ও নাশকতামূলক সংবাদ প্রচারে মিডিয়ার ওপর বিধি-নিষেধ আরোপ করার দাবি জানান সুরঞ্জিত। শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সুরঞ্জিত বলেন, অবরোধ যারা দেয় আর যারা পালন করে উভয়কে কঠোর শাস্তির বিধান রেখে আইন করতে হবে। সম্প্রতি বিচারকদের বাড়িতে হামলার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বিচারকদের নিরাপত্তার বিষয়ে এখন ভাবতে হবে। তাদের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করতে হবে। বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড. খন্দকার এমদাদুল হক সেলিম ভূইয়া।