মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজারে এসেছে এভিজি ইন্টারনেট সিকিউরিটি ২০১৫

eea067ff55ee79084aa46e092bc9ec3f-AVGtttআন্তর্জাতিক ডেস্ক :এভিজি ইন্টারনেট সিকিউরিটি ২০১৫ বাংলাদেশের বাজারে বিক্রি শুরু করেছে বাংলাদেশে এভিজি এন্টিভাইরাসের পরিবেশক মাইক্রোটপ টেকনোলজি। এভিজি ইন্টারনেট সিকিউরিটির নতুন এই সংস্করণটি কিনলে ৮ জিবি ট্রান্সসেন্ড পেনড্রাইভ বিনামূল্যে পাবেন ক্রেতারা।

২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে এভিজি ইন্টারনেট সিকিউরিটি ২০১৫ সংস্করণটি উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোটপ টেকনোলজির চেয়ারম্যান মো. আমের খান ও ব্যবস্থাপনা পরিচালক আমির বক্স মন্ডল, পরিচালক এ. জামান এজাজ, মো. আমিন খান, এমিল সাদেকিনসহ আরও অনেকে।

মাইক্রোটপ টেকনোলজির কর্মকর্তারা জানান, ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল ও ট্যাবকে ক্ষতিকর ম্যালওয়ার ও ভাইরাস থেকে নিরাপদ রাখতে এভিজি ব্র্যান্ডের পণ্যগুলো কার্যকর। এভিজির রয়েছে ইন্টারনেট সিকিউরিটি, করপোরেট বিজনেস এডিশন, মোবাইল ও ট্যাবের জন্য এভিজি অ্যান্ড্রয়েড অ্যান্টিভাইরাস প্রো এবং পিসি ব্যবস্থাপনার জন্য এভিজি পিসি টিউন আপ।